15 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিএনএ, সিলেট: সিলেটের মোগলাবাজারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) পৌনে ৭টার দিকে মোগলাবাজারে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি শেখ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, চট্রগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়া আটকা পড়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ