29 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - জুন ২৯, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে জাহাজে আগুন

নারায়ণগঞ্জে জাহাজে আগুন


বিএনএ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৬ জুন) বেলা দেড়টার কিছু আগে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ারের সার্ভিস থেকে জানানো হয়েছে, দুপুর একটা ৩২ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পায় তারা। ছয় মিনিটের মধ্যেই দমকলকর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

ফতুল্লা বাজারের পাশেই ঘটনাস্থলে প্রথমে চারটি গেলেও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয় বলে জানানো হয়েছে।

সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ডিপোর জেটির সংলগ্ন নদীতেই আগুনের ঘটনা ঘটেছে। ডিপো থেকে তেলের ড্রাম নিয়ে ওই জাহাজ বরিশালের যাওয়ার কথা বলে সাংবাদিকদের জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল বলেও জানান তিনি। এর প্রায় সব ড্রামই বিস্ফোরিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ