16 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ঈদের আগে-পরে বৃষ্টির আভাস

ঈদের আগে-পরে বৃষ্টির আভাস

বৃষ্টি

বিএনএ ডেস্ক: আগামী ২৯ (বৃহস্পতিবার) জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে-পরে ভারী বা অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

রোববার (২৫ জুন) সন্ধ্যায় তিনি বলেন, ’২৮, ২৯ ও ৩০ জুন দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বা অতি ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই। থেমে থেমে বৃষ্টি হবে। একটানা বৃষ্টির আভাসও তেমন নেই।’

আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, ’উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামীকাল সোমবার (২৬ জুন) খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। এ ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ’ঈদে মানুষ কিছুটা স্বস্তির সঙ্গে ঈদগাহে যেতে পারবেন। কেননা এই তিন দিন বৃষ্টিপাত কম হওয়ার কারণে কাদা কম হবে।‘

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৫১ মিলিমিটার। এ ছাড়া মাদারীপুরে ৩, ঈশ্বরদীতে ৬, টেকনাফে ১০, মোংলায় ১৫ ও ভোলায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ