19 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় খুলনায় আরও ১১ জনের মৃত্যু

করোনায় খুলনায় আরও ১১ জনের মৃত্যু

খুলনা

বিএনএ, খুলনা : খুলনায় গত ২৪ ঘণ্টায়(শুক্রবার সকাল থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত )আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও  খুলনা জেনারেল হাসপাতালে দুজন রয়েছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার সাংবাদিকদের জানান,  এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আইসিইউতে রয়েছেন ১৯ জন।

খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।গাজী মেডিকেল সূত্র জানায়, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন।
বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ