বিএনএ, কুমিল্লা: কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর আসনে একই দলের এমপি হলেন হাশেম খাঁন। আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা গেলে ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।
উপ নির্বাচনে গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খাঁন একক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।
কুমিল্লা-৫ আসনে এমপি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন। বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন আওয়ামী লীগের এ প্রার্থী। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ শনিবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান।
বিএনএনিউজ২৪,এসজিএন