বিএনএ ডেস্ক : মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশবাসীকে গাছের পাতা খাওয়ার উপদেশ দিয়েছেন। দ্রব্যমূল্য অব্যাহতভাবে বাড়তে থাকার প্রেক্ষাপটে মিসরবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি এক টুইটে মহানবীর সা. উদাহরণ অনুসরণ করে গাছের পাতা খাওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ওই সময় মুসলিমরা যেমন কোনো অভিযোগ করেনি, এখনো মিসরীয়রা ধৈর্য ধারণ করবে, অবিলম্বে সমাধান দাবি করবে না।
সমালোচকেরা বলছেন, তিনি অর্থনীতির অব্যবস্থাপনা ও দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হলে নজর অন্য দিকে সরানোর জন্য এসব কথা বলে থাকেন।
সিসি ২০১৯ সালে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে দিনে ১২ ঘণ্টা করে কাজ করার জন্য মিসরবাসীর প্রতি আহবান জানিয়েছিলেন।
বিএনএ/ওজি