27 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বাভাবিকের ৩ ফুট বেশি উচ্চতার জোয়ার

চট্টগ্রামে স্বাভাবিকের ৩ ফুট বেশি উচ্চতার জোয়ার

চট্টগ্রামে স্বাভাবিকের ৩ ফুট বেশি উচ্চতার জোয়ার

বিএনএ চট্টগ্রাম:ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুধবার (২৬ মে) বেলা ১২টায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অন্যদিনের চাইতে ৩ ফুট উচ্চতায় জোয়ার বয়ে যায়। ফলে উপকূলীয় এলাকার সহস্রাধিক মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ি ও ঘোড়ামারা এলাকার ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে দক্ষিণ সোনাইছড়ি, ঘোড়ামারা ও উত্তর বগাচতর গ্রাম প্লাবিত হয়েছে।

আর বাঁশখালী উপজেলার সরল বাজার, পোমরা, খানখানাবাদ এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় পোমরা, সরল, ছনুয়া, গণ্ডামারা  গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার খানেক পরিবার ।

বছরের পর বছর ভাঙা বেড়িবাঁধ মেরামত না করার কারণে উঁচু মাত্রায় জোয়ার হলেই উপকূল প্লাবিত হয়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দ্রুত এসব ভাঙা বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন তারা।

এদিকে, চট্টগ্রাম নগরীর আগ্রবাদ সিডিএ আবাসিক ও হালিশহরের নীচু এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অনেকের বাসা-বাড়িতেও জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন ওই এলাকায় বসবাসকারীরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ