28 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারত সফরে গেলেন সেনাপ্রধান

ভারত সফরে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান

বিএনএ, ঢাকা: ভারতের সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে দেশটিতে গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে বুধবার (২৬ এপ্রিল) ৩ দিনের সরকারি সফরে ভারতে গেছেন। সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন।

সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া এই সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। আগামী ৩০ এপ্রিল ভারত থেকে দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকায় ‘নো ফ্লাই জোনে’ ২৬৩ অবৈধ উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ নির্বাচন পদ্ধতি অনিশ্চিত: ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না! জুলাই আন্দোলনে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে আবারও জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট