৫৩ জনের বিশাল বহর নিয়ে সৌদিআরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ১৭দিনের মাথায় আগামী ২৮ এপ্রিল তিনি ও তার দলের ও সরকারের শরীক সদস্যরা সৌদিআরব যাবেন। খবর ডন অনলাইনের।
শাহবাজ শরিফের সঙ্গে মন্ত্রিসভার সদস্য, শরীক দল ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৫৩ জন থাকবেন। প্রতিনিধি দলে মাওলানা ফজলুর রহমান, মাওলানা আসাদ মাহমুদ, পিপিপির প্রধান ও সদ্য নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ও শেগুফতা জামানিও থাকবেন।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, শাহবাজ শরিফ বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন এবং তার সফরসঙ্গীরা নিজের খরচ নিজে বহন করবেন।
ডন জানিয়েছে, নির্বাচিত হওয়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যে ফোনালাপ হয়েছিল সেখানেই সৌদি সফরের আমন্ত্রণ পান শাহবাজ শরিফ।
বিএনএনিউজ২৪,জিএন