25 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ৫৯ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

৫৯ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিএনএ, ঢাকা : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম চলাকালে সোমবার(২৬এপ্রিল) রাজধানীসহ সারাদেশে বিভিন্ন অপরাধে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অভিযানে সহযোগিতা করেন। বাজার অভিযানকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা এবং ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

এ ছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

বিএনএইনউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ