বিএনএ, বিশ্ব ডেস্ক: বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব থেকে নাম লিখিয়েছেন সৌদি তরুণী রুমি আলকাহতানি। এর আগে কোনো সৌদি তরুণী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।
২৭ বছর বয়সী রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। তার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ফলোয়ার সংখ্যা ১০ লাখ। সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ঘোষণা করেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দেশের হয়ে প্রথম অংশগ্রহণকারী হবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের এটাই প্রথম অংশগ্রহণ।
দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজ জানিয়েছে, মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে।
রুমি আলকাহতানি এর আগেও বিশ্বব্যাপী বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে অংশগ্রহণ করেছিলেন তিনি।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী