19 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ: ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬। রোববার (২৬ মার্চ) সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে ফজলু হোসেন (৪৫) নামের ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী ফজলু। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে ফজলুকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত।

ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার ষ্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহের কাজীরবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ