27 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

বিএনএ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নুরুল হুদা আশরাফী সবুজ উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার নম্বর-৮৬৮ সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোকার বাড়ি নামক স্থানে ১০/১২ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী সবুজের কোমরে গুলি লাগে।

রংপুর (তিস্তা-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগুমানি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রশিদ খান বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছি। খবর নিয়ে জানাতে পারব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ৬১ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দিয়েছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ