26 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ ঘুরে দাঁড়ালেই ইংল্যান্ডের সর্বনাশ!

বাংলাদেশ ঘুরে দাঁড়ালেই ইংল্যান্ডের সর্বনাশ!


বিএনএ, স্পোর্টস ডেস্ক:  নিউজিল্যান্ডে চলমান আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২(ICC Women’s Cricket World Cup 2022) এর রবিবার(২৭মার্চ) বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ঘুরে দাঁড়ালেই ইংল্যান্ডের সর্বনাশ!

বাংলাদেশ স্থানীয় সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এই  খেলা বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি সরাসরি সম্প্রচার করবে।

চলমান বিশ্বকাপে এটি বাংলাদেশ নারী দলের শেষ খেলা। মোট ৮ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ৪টি দল সেমিফাইনালে খেলবে।

The ICC Women’s Cricket World Cup 2022 will be played in the league format, where all eight teams will face each other once, at the end of which the top four teams will qualify for the semi-finals.

ইংল্যান্ড ইতোমধ্যে ৬খেলার মধ্যে ৩টিতে জয় আর ৩টি পরাজিত হয়েছে। তাদের প্রাপ্ত পয়েন্ট ৬। পক্ষান্তরে বাংলাদেশ ৬খেলার মধ্যে ৫টিতে পরাজিত হয়। তাদের প্রাপ্ত পয়েন্ট মাত্র ২।  

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২-পয়েন্ট তালিকা

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২-পয়েন্ট তালিকা 
আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২-পয়েন্ট তালিকা

পেয়ন্ট তালিকায় দেখা যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট সমান। রান রেটে ইংল্যান্ডের অবস্থান ভারতের উপরে।আগামীকালের খেলায় কোন কারণে বাংলাদেশের নিকট ইংল্যান্ড হেরে যায় এবং ২৭মার্চ দক্ষিণ আফ্রিকার সাথে খেলায় ভারত জিতে যায় তাহলে টূর্ণামেন্টের সেরা চার দলের একটি হিসেবে ভারতীয় নারী দল সেমিফাইনালে ওঠে যাবে। আর যদি ইংল্যান্ড দল জিতে যায় তাহলে তারা সরাসরি সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশ ঘুরে দাঁড়ালে ইংল্যান্ডের সেমিফাইনালে খেলার স্বপ্ন কঠিন হতে পারে

সে কারণে ইংল্যান্ড নারী দল বাংলাদেশ নারী দলের সাথে ২৭মার্চের খেলাটিকে খুব গুরুত্বসহকারে নিচ্ছে।অন্যদিকে বাংলাদেশ নারী দল জিতলেও পয়েন্ট কম থাকায় সেমিফাইনালে যাবার কোন আশা নেই।

ইংল্যান্ড আগে চারবার নারী বিশ্বকাপে বিজয়ী হয়েছে। পর্যক্ষেকরা মনে করেন, ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে  ইংল্যান্ড সহজ জয় পেলেও বাংলাদেশ কিন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম। তা ইংল্যান্ড নারী দলের কিছুটা মাথাব্যাথার কারণ। ২০০৯ এবং ২০১৭ সালের বিশ্বকাপ জয়ী ক্যাথরিন ব্রান্ট বলেন,ওয়েলিংটনে বাংলাদেশের সাথে খেলাকে খুব গুরুত্বসহকারে নিতে হবে।

নিগার সুলতানা
নিগার সুলতানা

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা আইসিসি নিউজকে বলেন, দেশের প্রথম মহিলা বিশ্বকাপে মাত্র একটি জয়ে তিনি অসন্তুষ্ট।

“আমি অবশ্যই সন্তুষ্ট নই, কারণ আমাদের পারফরম্যান্সের ভিত্তিতে আমরা ভেবেছিলাম আমরা এখানে তিন বা চারটি ম্যাচ জিতব,” তিনি বলেছিলেন। “এবং এটা প্রায় সম্ভব ছিল, আমরা অনেক ঘনিষ্ঠ ম্যাচ হেরেছি।

“আমি বলব এটা অভিজ্ঞতার অভাবের জন্য। দল হিসেবে আমরা আরেকটু ভালো পারফর্ম করতে পারতাম, আমি মনে করি আমাদের এখনও অনেক পথ যেতে হবে।

“তাই আমরা বিশ্বকাপ খেলা থেকে যতটা  অভিজ্ঞতা নিতে পারি, যারা ভালো করেছে, আমাদের অনেকে অনেক ভালো পারফরম্যান্স করেছে। আমরা যদি এবারের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি আমি মনে করি  বাংলাদেশ নারী দলটি ভবিষ্যতে আরও ভাল জায়গায় থাকবে।”

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারগানা হক, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ত্রিসনা, সুরাইয়া আজমিন। , সানজিদা আক্তার মেঘলা

ইংল্যান্ড স্কোয়াড: হিদার নাইট (সি), ট্যামি বিউমন্ট, ক্যাথরিন ব্রান্ট, ফ্রেয়া ডেভিস, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, কেট ক্রস, সোফি একলেস্টোন, তাশ ফারান্ট, অ্যামি জোন্স, এমা ল্যাম্ব, ন্যাট সাইভার (ভিসি), আনিয়া শ্রাবসোল, লরেন উইনফিল্ড -হিল, ড্যানি ওয়াট।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ