20 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে আরও সাড়ে ৪ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে আরও সাড়ে ৪ হাজার মৃত্যু

করোনায় একজনের মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ আগের দিনের তুলনায় কমেছে। মৃত্যুর সংখ্যাটাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন আরও ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। একই সময়ে ভাইরাসটি প্রাণ কেড়েছে আরও ৪ হাজার ৫৭০ জনের। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।

আগের দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। আর মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৯৯ জন। অর্থাৎ গত একদিনে বিশ্বে করোনা সংক্রমণ কমেছে এক লাখ ৭৪ হাজার ৬১৪ এবং মৃতের সংখ্যা কমেছে ৫৪৯ জন।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বেশি করোনা সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই সময়ে ৩ লাখ ৩৯ হাজার ৩৯৬ জনের করোনা ধরা পড়ে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯২ জনের।

অন্যদিকে একই সময়ে দৈনিক মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৬৯২ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৯২৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। এসব দেশে দুই বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালায় ভাইরাসটি। উপায় না পেয়ে বিশ্বের অনেক দেশেই লকডাউন ঘোষণা করা হয়। এতে স্থবির হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা। করোনার প্রকোপ কমে এলে আস্তে আস্তে মানুষের চলাচল স্বাভবিক হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ