19 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চমেক হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাঙচুর

চমেক হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাঙচুর

চমেক হাসপাতালের জরুরি বিভাগে হামলা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কিছু  যুবক। শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলায় ওয়ার্ড সর্দার মো. এনায়েত আহত হন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জানান, হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের ডাক্তাররা  তাদের মৃত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে মরদেহের সঙ্গে থাকা স্বজনরা জরুরি বিভাগে ভাঙচুর চালান।ভাঙচুরে ১৫-২০ জনের একটি দল অংশ নেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া গণমাধ্যমে এর সত্যতা নিশ্চিত করে জানান, ১৫-২০ জনের একটি দল হঠাৎ এসে হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত আহত হন।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ