14 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে ভাসমান মরদেহ উদ্ধার 

কাপ্তাই লেকে ভাসমান মরদেহ উদ্ধার 

কাপ্তাই লেকে ভাসমান মরদেহ উদ্ধার

বিএনএ, রাঙামাটি: রাঙামাটিতে চারদিন ধরে নিখোঁজ গিয়াস উদ্দিন (৪২)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার( ২৬ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মহসীন কলোনি এলাকার বাসিন্দারা লেকের পানিতে ভাসমান অবস্থায়  মরদেহটি দেখতে পায়।  পুলিশকে খবর দেয়ার পর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।  গিয়াস উদ্দিন  শহরের আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর বলে জানায় স্থানীয়রা।

জানা যায়, গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন গিয়াস উদ্দিন। পরিবারের সদস্যরা রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। পরিবারে এটি গিয়াস উদ্দিনের মরদেহ বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং বলেন, গিয়াস উদ্দিন গত চার দিন ধরে নিঁখোজ ছিলেন। সকালে কাপ্তাই লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে ওঠলে আমরা গিয়ে উদ্ধার করি। এরপর পরিবারের সদস্যরা তাকে চিহ্নিত করেছেন। আমরা আপাতত লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করছি। বাকিটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ