28 C
আবহাওয়া
৪:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত

জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত


বিএনএ, বিশ্বডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিষয়ে খসড়া নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১১ সদস্যদেশ।

আগে থেকেই ধারনা করা হচ্ছিল এ ধরনের প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস হবে না কারণ সেখানকার স্থায়ী সদস্যদেশ রাশিয়া ভেটো ক্ষমতার অধিকারী।

রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য (রাশিয়া) ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশীকে আক্রমণ করেছে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে আছি।’

খসড়া নিন্দা প্রস্তাবকে রুশ বিরোধী উল্লেখ করে যারা ভোট দেয়নি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ