বিশ্ব ডেস্ক: শনিবার(২৬ফেব্রুয়ারি) : বিভিন্ন বার্তা সংস্থা থেকে প্রাপ্ত সর্বশেষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তথ্য।
সূত্র: সিএনএন,বিবিসি, আলজাজিরা
# ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে রাশিয়ার সৈন্য স্থল ও বিমান হামলা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
# ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ত্র বিরতি ও শান্তির জন্য রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন।
#সারারাত বৃষ্টিরমত গোলাবর্ষন ও বিস্ফোরণের ঘটনার পর ভোরে কিছুক্ষণের জন্য শান্ত ছিল রাজধানীর পরিস্থিতি
#ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশে শুক্রবার রাতে এবং শনিবারের প্রথম দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৫টা পর্যন্তসিএনএন সাংবাদিকরা মাটিতে কোনো বিস্ফোরণ শুনতে পাননি বা দেখেননি।
এর আগে শনিবার ভোর ২ থেকে ৪ টার মধ্যে, CNN টিমগুলি শহরের পশ্চিম এবং দক্ষিণে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিল, এবং আকাশ বেশ কয়েকটি ফ্ল্যাশের সাথে আলোকিত হয়েছিল।
#ইউক্রেন এর রাজধানী কিয়েভের অভ্যন্তরে চারদিক থেকে রাশিয়ার সৈন্যরা ব্যাপক গোলাবর্ষন করছে।
#ইউক্রেন সংক্রান্ত জাতিসংঘ প্রস্তুাবে ভেটো দিয়েছে রাশিয়া।
#রাজধানী রক্ষায় সেনা ও জনগনের প্রতি ইউক্রেনের আপ্রাণ চেষ্ঠার আহবান।
#ইউক্রেন সেনা বাহিনীকে সে দেশের সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
#ইউক্রেনের বড় বড় অনেক শহর এবং সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে।
#রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বিএনএ নিউজ ২৪,জিএন