17 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুন : গ্রেপ্তার ২১

বান্দরবানে ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুন : গ্রেপ্তার ২১

বান্দরবানের রুমায় ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুন

বান্দরবান(রুমা): বান্দরবানের রুমায় ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুনের ঘটনায় পুলিশ ২১জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার(২৪ফেব্রুয়ারি) রাতে রুমা উপজেলা গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় পাড়াপ্রধান লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)কে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।

রুমা থানার ওসি আবুল কাসেম জানান, শুক্রবার পাড়াপ্রধান লকরুই ম্রোর পরিবার মামলা করলে আাসামীরা থানায় আত্মসমর্পন করে। পরে তাদের প্রেপ্তার দেখানো হয়। ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ঘটনাস্থলে নতুন করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা রয়েছে।

অন্যদিকে নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বিএনএ নিউজ ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ