16 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » হেলিকপ্টারে বর এলেও বিয়ে পন্ড!

হেলিকপ্টারে বর এলেও বিয়ে পন্ড!


বিএনএ নেত্রকোনা:হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেও বাল্যবিয়ের অভিযোগে পন্ড হয়ে গেল বিয়ে আয়োজন। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এমন ঘটনা ঘটে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেখানে পৌঁছে বিয়ে বন্ধ করে দিলেন। কারণ সেটি ছিল বাল্য বিয়ে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সে বিয়ে বন্ধ করে দেন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স।

জানা গেছে, কিছুদিন আগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাবুল তালুকদারের মেয়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো. আলেক মিয়ার ছেলে ব্যবসায়ী মো. শাহজালালের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ হয় শুক্রবার। মায়ের অসুস্থাতার কারণ উল্লেখ করে বিয়েতে বর এলেন হেলিকপ্টারে চড়ে। বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে আসেন- ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।

মেয়ে ১০ম শ্রেণিতে পড়ে। পরে ইউএনও যাচাই করে দেখতে পান, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। এরপর বাল্য বিয়ের অপরাধে বর ও মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ