বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশের সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারি) সোমবার বিকেল ৪টায় প্রখ্যাত আইনজীবী ও ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্টের (এনএসএফ) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম ব্যারিস্টার এ আর ইউসুফের স্মরণসভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য প্রদান করবেন এফিলিয়েট ডিভিশনের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি মো. এস এম এমদাদুল হক, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
মরহুম ব্যারিস্টার এ আর ইউসুফের কর্মজীবন:
মরহুম ব্যারিস্টার এ আর ইউসুফ ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ৭০ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি ছাত্ররাজনীতি, আইন পেশা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাষ্ট্রপতির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৪৮ সালে এসএসসি এবং ১৯৫০ সালে এইচএসসি পাশ করার পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৬৫ সালে তিনি ইংল্যান্ড থেকে “ব্যারিস্টার এ্যাট ল” ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন।
তিনি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে সৎ ও মিতব্যয়ী জীবনের আদর্শে অটল থেকে মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করে পুনরায় আইন পেশায় ফিরে আসেন।
প্রতিষ্ঠাতা হিসেবে অবদান:
ছাত্রজীবনেই তিনি এটিএম তাহা ও ফরমানুল্লাহ খানের সাথে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট (এনএসএফ) প্রতিষ্ঠা করেন। যদিও পরে এনএসএফ-এর নিয়ন্ত্রণ তৎকালীন গভর্নর মোনায়েম খানের হাতে চলে গেলে তিনি দল থেকে বেরিয়ে আসেন।
মৃত্যু ও স্মরণীয় অবদান:
২০০২ সালের ১১ জানুয়ারি মাগরিবের নামাজের সময় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে এই স্মরণসভা আয়োজন করা হয়েছে। স্মরণসভায় মরহুমের জীবন, কর্ম ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
বিএনএনিউজ/ বিএম