বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে মেহেদীর রং না মুছতেই সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের নাম মোহাম্মদ রোমান (২৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও এক যুবক। তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চন্দনাইশের রওশন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রোমেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ছৈয়দাবাদ সুন্নিপাড়া এলাকার আবদুর ছবুরের ছেলে। পেশায় তিনি সিএনজি অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৭৬১৮) সঙ্গে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৫-৯৬১২) সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক রোমান ঘটনাস্থলে নিহত হন। এসময় আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক-হেলপার পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএনএনিউজ/ নাবিদ