15 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » গুচ্ছ ভর্তি পরীক্ষা বহালের দাবিতে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ইউজিসি’

গুচ্ছ ভর্তি পরীক্ষা বহালের দাবিতে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ইউজিসি’

গুচ্ছ ভর্তি পরীক্ষা বহালের দাবিতে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ইউজিসি’

বিএনএ, ঢাকা:  ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা বহালের দাবিতে লং মার্চ টু ইউজিসি (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ায় ঘোষণা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা ইউজিসি ভবন অভিমুখে লং মার্চের ঘোষণা দেয়।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় শিক্ষার্থীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে আসেন।

শিক্ষার্থীরা বলেন, ভর্তি ফর্ম বাণিজ্যের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে। স্বাধীন দেশে এটি শিক্ষার্থীদের সাথে প্রহসন। পূর্বে একটি পরীক্ষা দিয়ে ২৪টি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করা যেত। যা ছিল খুবই শিক্ষার্থী বান্ধব। তবে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য আর্থিক ক্ষতি ও হয়রানি। পূর্বে ১০০০ টাকায় একটি ফর্ম তুলে সবগুলোতে পরীক্ষা দেওয়া যেত। গুচ্ছ পদ্ধতি না থাকলে একজন শিক্ষার্থীর বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে ৬০-৭০ হাজার টাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলো ফর্ম বাণিজ্য করার জন্য আলাদা পরীক্ষা নিতে চাচ্ছে। গুচ্ছ ভর্তি বহাল রাখার অনেক কারণ থাকলেও গুচ্ছ ভর্তি বাতিলের কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল চাই। এজন্য মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ চাই। আমরা আমাদের শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে প্রহসন বন্ধ করার দাবি জানাচ্ছি।

এসময় শিক্ষার্থীরা শিক্ষা খাতে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ