বিএনএ: রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসরাক হোসেন যোশী (২৭)। তাঁর বাসা রাজধানীর ওয়ারী এলাকায়। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, ইসরাক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। রাতে হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে তাঁর মোটরসাইকেলটি উল্টে যায়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন কয়েক পথচারী। দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে গুলশানের নিকেতনে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে ইসরাক বের হয়েছিলেন। তিনি ভুলে বাসায় তাঁর মুঠোফোনটি রেখে গিয়েছিলেন। রাতে তাঁর মুঠোফোনে ফোন এলে তাঁরা দুর্ঘটনার খবর পান।
ইসরাক পরিবারের সাথে রাজধানীর ওয়ারীর ৮ নম্বর গুপি কিষান লেনে থাকতেন। তাঁর বাবা মো. ইমরান হোসেন। বাবার কেমিক্যালের ব্যবসা দেখতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
বিএনএনিউজ/এ আর