24 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৪৫৫, মৃত্যু

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৪৫৫, মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ।

নতুন আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ৬০ জন নগরের ও ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে নগর এলাকায় ৮৩ হাজার ৮৪০ জন এবং উপজেলায় ৩১ হাজার ৭৫ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৮ জনের মধ্যে ৭২৯ জন নগর এবং ৬১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ