16 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কোভিড রোগীর চিকিৎসায় নতুন নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কোভিড রোগীর চিকিৎসায় নতুন নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কোভিড রোগীর চিকিৎসায় নতুন নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিএনএ, বিশ্বডেস্ক : করোনা রোগীদের চিকিৎসায় নতুন ক্লিনিক্যাল নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে, যেসব রোগী সেরে ওঠার পরও নানা রকম দীর্ঘমেয়াদি উপসর্গে ভুগছেন, তাদের জন্যেই দেওয়া হয় হু’র নির্দেশনা। একইসঙ্গে, আক্রান্ত রোগীর শিরায় রক্ত জমাট বাঁধা রোধকারী ওষুধ স্বল্প-পরিমাণে প্রয়োগের পরামর্শ দেয় বৈশ্বিক জনস্বাস্থ্য কর্তৃপক্ষটি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়।

সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অন্যান্য নির্দেশনার মধ্যে যেগুলো নতুন সেগুলো হচ্ছে, বাড়িতে থাকা কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে পালস অক্সিমেটরি ব্যবহার করা, যেটি অক্সিজেনের মাত্রা পরিমাপ করে, যাতে বাড়িতে থাকা অবস্থায় পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা আপনি জানতে পারবেন এবং তা হাসপাতালের যত্নের তুলনায় ভালো হতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিনিকে থাকা রোগীদের তাদের সামনে জাগ্রত প্রবণ অবস্থায় রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসাকর্মীদের। এতে করে রোগীর অক্সিজেন প্রবাহের ওপর তারা নজর রাখতে পারবেন।

হ্যারিস বলেছেন, ‘এছাড়া আমরা রক্তনালীতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে কম ডোজের অ্যান্টিকোয়ুল্যান্টস ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আমরা উচ্চমাত্রার চেয়ে কম ডোজ ব্যবহারের পরামর্শ দিচ্ছি, কারণ উচ্চ ডোজগুলি অন্য সমস্যা সৃষ্টি করতে পারে।’

হু মুখপাত্র জানান, বিশ্ব সংস্থাটির একটি বিশেষজ্ঞ দল বর্তমানে চীনের উহান শহরে রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে এই শহরেই প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। ইতোমধ্যেই, বিশেষজ্ঞ দলটি কোয়ারেন্টিন শেষে জীবাণুর উৎস সন্ধানের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ