16 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চসিক নির্বাচনে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা

চসিক নির্বাচনে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা

চসিক নির্বাচনে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা

বিএনএ,চট্টগ্রাম: রাত পেরুলেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৪১০টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই সব কেন্দ্রের নিরাপত্তায় নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শহরের নিরাপত্তায় মাঠে থাকবে র‌্যাব, পুলিশ, সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রায় ১০ হাজার সদস্য। সেইসঙ্গে স্টাইকিং ফোর্স হিসেবে থাকছে বিজিবি। ভ্রাম্যমাণ আদালতে মাঠে আরোও ১৪জন ম্যাজিস্ট্রেট।

জানা যায়, নির্বাচনের আগেই হত্যাকাণ্ড ও কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর ভোটের দিন এ নিরাপত্তার ছক নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রধারী ছয় পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার সদস্য এবং সাধারণ কেন্দ্রে অস্ত্রধারীসহ চার পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার সদস্য থাকবেন। শুধু তাই নয়, কেন্দ্রের আশেপাশের এলাকায় সাদা পোশাকে তৎপর থাকবেন পুলিশ সদস্যরা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে নগর পুলিশের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট।

রির্টার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো ছাড় দেয়া হবে না।। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে এবিষয়ে পুলিশকেও বলা হয়েছে। দোষী হলে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ