25 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম,প্রস্তুতি সম্পন্ন

ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম,প্রস্তুতি সম্পন্ন

ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম,প্রস্তুতি সম্পন্ন

বিএনএ,চট্টগ্রাম:আগামিকাল বুধবার(২৭ জানুয়ারি)চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।  এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে।এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)। নগরীর ৪১টি ওয়ার্ডের ৭৩৫টি কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম। ইতোমধ্যে বেশিরভাগ ভোট কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছে গেছে। প্রিজাইডিং অফিসাররা সরঞ্জামগুলো বুঝে নিচ্ছেন। ভোট কেন্দ্রগুলোতে প্রস্তুতি শুরু করেছেন তারা।এবারই প্রথম সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে । ইভিএমে ভোট নেয়ার মহড়াও শেষ হয়েছে। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার বেছে নেবেন তাদের পছন্দের মেয়র ও কাউন্সিলর।

বড় দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ, সংঘর্ষ আর উত্তেজনার মধ্যদিয়েই সোমবার মধ্যরাতে  শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে দুই ধাপে প্রচারণার সময় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা উত্তাপ ছড়িয়েছে নগরজুড়ে।  কাউন্সিলর ও মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি, পোস্টার ছেঁড়াসহ নানা অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে চার স্তরের নিরাপত্তার ছক এঁকেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।ভোটের দিন মোতায়ন থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার মিলিয়ে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ হাজারেরও বেশি সদস্য। ঝুকিপূর্ণ  কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট সদস্যরা।ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৬ জন সশস্ত্র পুলিশ সদস্যসহ দায়িত্ব পালন করবেন ১৮ জন নিরাপত্তাকর্মী।শহরজুড়ে টহল দিচ্ছে বিজিবিও। সংঘাতপূর্ণ এলাকায় পুলিশের মোবাইল টিম সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।এছাড়াও নির্বাচনে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম,প্রস্তুতি সম্পন্ন

রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান জানিয়েছেন, ভোটাররা যাতে ভীতিহীনভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী লড়াই করছেন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ড ও ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকলিয়ার একটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। আলকরণ ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরসহ ২২৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের এই সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা  ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন বলে জানান রিটানিং কর্মকর্তা।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় প্রায় ১৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে নয় হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছেন।প্রতিটি কেন্দ্রের জন্য পুলিশ সদস্যদের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ