25 C
আবহাওয়া
৪:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চসিক নির্বাচন : রেজাউলের প্রচারণায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

চসিক নির্বাচন : রেজাউলের প্রচারণায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ


বিএনএ, চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরীর পক্ষে দিনব্যাপী প্রচার প্রচারনা চালিয়েছেন ছাত্রলীগের বেসরকারি বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট। এতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরাও অংশ নেয়।

এসময় নগরীর গুরুত্বপূর্ণ ২নং গেইটের মোড়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শাখা সভাপতি জাহিদ হোসেন পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক সাখাওয়াত হোসেন বকুল, প্রচার বিষয়ক উপ-সম্পাদক রায়হান আহাদ চৌধুরী, অর্থ বিষয়ক উপ-সম্পাদক তড়িৎ চৌধুরী, ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক শাহনেয়াজ কবীর সানি।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের সকল বানোয়াট ষড়যন্ত্র মোকাবেলা করে বিপুল জনসমর্থন নিয়ে ২৭ জানুয়ারি স্বাধীনতার পক্ষের মার্কা নৌকার মহাবিজয় হবে এবং বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

প্রচারণা প্রসঙ্গে সভাপতি জাহিদ হোসেন পারভেজ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় আমরা ভালো সাড়া পাচ্ছি, জনগণ আমাদের সাথে আছে। নৌকার বিজয় সুনিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। ২৭ জানুয়ারি সকাল হতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার সকল ষড়যন্ত্র কর্পূরের ন্যায় উবে যাবে।

সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন, প্রচারণার শুরু থেকেই বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছে। নির্বাচনের দিনও আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে এবং জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা মোক্ষম জবাব দিবো। তাছাড়া দেশরত্ন শেখ হাসিনা চট্টগ্রামে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছেন, আমরা মনে করি নৌকার বিজয়ের সুনিশ্চিতের মাধ্যমে চট্টগ্রাম নিয়ে নেত্রীর স্বপ্নের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আসুন আমরা ঐতিহ্য, বাণিজ্য ও সমৃদ্ধিতে বীর চট্টলা বিনির্মাণের সংগ্রামে ঐক্যবদ্ধ হই।

Loading


শিরোনাম বিএনএ