19 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

সিলেটে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

সিলেটে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

বিএনএ, সিলেট: সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদকসহ বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে এসব পণ্য সামগ্রীর চালান আটক হয়। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা অসংখ্য চালান মেট্রোপলিটন বা জেলা পুলিশের হাতেও ধরা পড়ে।

এবার সিলেট মেট্রোপলিটন এলাকায় শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ধরা পড়লো ২৬ লাখ ৩৫ হাজার ৮২০ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ পণ্য। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আটক ফয়সাল আহমদ (২৪) লক্ষ্মীপুর সদরের ববাণীগঞ্জ চৌরাস্তা এলাকার নজিবুল্লার ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তার দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সিলেট-তামাবিল সড়কে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করে পুলিশ। ওই সময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে জৈন্তাপুর সীমান্ত থেকে আনা ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়।

শাহপরান (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের উপ সহকারী পরিদর্শক (এএসআই) হুমায়ুন মিয়া রাত্রিকালীন সঙ্গীয় ফোর্স কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব মালামাল জব্দ করা হয়।

এরমধ্যে ৪০০ পিস শাড়ি কাপড়, একাধিক বস্তায় ১০ হাজার ৮ পিস ভারতীয় ক্রিম, পাঁচটি প্লাস্টিকের বস্তায় আরও ৫ হাজার পিস ভারতীয় ক্রিম, আরও একটি প্লাস্টিকের বস্তায় ১৭ কার্টনে ৮১৬ পিস পন্ডস ক্রিম, ১০টি প্লাস্টিকের বস্তায় ৫০ কার্টনে ৩৬ পিস করে ১৮০০ পিস নিভিয়া বডি মিল্ক লোসন, কালো রংয়ের থান কাপড় ১ হাজার ৫৭৫ মিটার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩৫ হাজার ৮২০ টাকা।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল আহমদ জানান, জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে এসব মালামাল চোরাই পথে সিলেটে শহরে নিয়ে আসছিলেন তিনি।

অভিযানিক দলের নেতৃত্বে থাকা এএসআই মো. হুমায়ুন মিয়া বাদী হয়ে শাহপরান (র.) থানায় মামলা দায়ের করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ