24 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শার্শায় শুভ বড়দিন পালিত

শার্শায় শুভ বড়দিন পালিত

শার্শায় শুভ বড়দিন পালিত

বিএনএ, যশোর: যশোরের শার্শায় কেক কেটে, বাইবেল থেকে পাঠ করে ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সোমবার (২৫ ডিসেম্বর) সকল সাড়ে ১০ টার সময় এ শুভ বড়দিন উদযাপন করা হয়।

বড়দিন উপলক্ষে উপজেলার উলাশী গিলাপোল (ধর্মপল্লী) গির্জায় ছিল নানা আয়োজন, সাজানো হয়েছে ফুল, ও বিভিন্ন আলোকসজ্জা দিয়ে। বানানো হয় যীশু খ্রিস্ট্রের জন্মের ঘটনার প্রতীক গোশালা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উলাশী গিলাপোল (ধর্মপল্লী) গির্জায় আলোচনায় অংশ নেন ফাদার জেমস মন্ডল।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী। আরও উপস্থিত ছিলেন উলাশী গির্জার উপাসনা পরিচালক পিতর মন্ডল, প্রধান শিক্ষক রঞ্জিত মন্ডল, মিস্টার ছলেমন দাস ও ভেরনীকা বিশ্বাস।

এ সময় বক্তারা যীশু খ্রিস্ট্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

প্রার্থনা অনুষ্ঠানে আসা ভেরনীকা বিশ্বাস জানান, সারা বছর যেন সবাই ভালো এবং সুস্থ থাকি এ প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। পাশাপাশি বছরের প্রতিটি দিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করি।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন