বিএনএ, যশোর: যশোরের শার্শায় কেক কেটে, বাইবেল থেকে পাঠ করে ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সোমবার (২৫ ডিসেম্বর) সকল সাড়ে ১০ টার সময় এ শুভ বড়দিন উদযাপন করা হয়।
বড়দিন উপলক্ষে উপজেলার উলাশী গিলাপোল (ধর্মপল্লী) গির্জায় ছিল নানা আয়োজন, সাজানো হয়েছে ফুল, ও বিভিন্ন আলোকসজ্জা দিয়ে। বানানো হয় যীশু খ্রিস্ট্রের জন্মের ঘটনার প্রতীক গোশালা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উলাশী গিলাপোল (ধর্মপল্লী) গির্জায় আলোচনায় অংশ নেন ফাদার জেমস মন্ডল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী। আরও উপস্থিত ছিলেন উলাশী গির্জার উপাসনা পরিচালক পিতর মন্ডল, প্রধান শিক্ষক রঞ্জিত মন্ডল, মিস্টার ছলেমন দাস ও ভেরনীকা বিশ্বাস।
এ সময় বক্তারা যীশু খ্রিস্ট্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে আসা ভেরনীকা বিশ্বাস জানান, সারা বছর যেন সবাই ভালো এবং সুস্থ থাকি এ প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। পাশাপাশি বছরের প্রতিটি দিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করি।
বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম