স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য আজ ১০০ রানের লক্ষ্য নিয়ে লোকেশ রাহুলের দল ব্যাটিংয়ে আসলে শুরুতেই গতকালের অপরাজিত ব্যাটার জয়দেব উনাদকাতকে হারায় সফরকারীরা। সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন উনাদকাত। এরপর মিরাজের বলে লেগ বিফোরের শিকার হন ঋষভ পান্থ। পান্থ সাজঘরে ফেরার পর অক্ষর প্যাটেলকে বোল্ড করেন মিরাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৪ রান। দলটির এখনও জয়ের জন্য প্রয়োজন ৭১ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ৩ উইকেট।
এর আগে দিনের শুরু থেকেই ভারতীয়দের চেপে ধরে দুই টাইগার বোলার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রথম ওভারেই ভালো সম্ভাবনা জাগান মিরাজ। তবে আম্পায়ার্স কলে সেই যাত্রায় বেঁচে যান জয়দেব।
তবে এর পরের ওভারেই উনাদকাতকে ফেরান অধিনায়ক সাকিব। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই ভারতীয়কে। উনাদকাতের ব্যাট থেকে আসে ১৩ রান। জয়দেব ফেরার পর পান্থকে ফেরান মিরাজ। চমৎকার এক ডেলিভারিতে এই বাঁহাতি ব্যাটারকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ৯ রান করেন ঋষভ পান্থ।
অন্যদিকে ব্যাটিংয়ে চারে নেমে লম্বা সময় ধরে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করা অক্ষর প্যাটেলকে বোল্ড করে বাংলাদেশকে বেশ খানিকটা নির্ভার করেন মিরাজ। অক্ষরের উইকেট শিকারের মধ্য দিয়ে মিরাজ পেয়েছেন নিজের পঞ্চম উইকেট।
বিএনএনিউজ২৪/ এমএইচ