18 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » জিততে বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট

জিততে বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট


বিএনএ, স্পোর্টস ডেস্ক : চতুর্থ ইনিংসে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। ৪৫ রান তুলতেই ভারত চার উইকেট হারিয়েছে। খেলার পঞ্চম দিনে বাকী ১০০ রান তোলার আগেই ৬ উইকেট নিতে পারলে বাংলাদেশ পাবে ঐতিহাসিক জয়।

শনিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশকে ২৩১ রানে গুটিয়ে দেওয়ায় ঢাকা টেস্ট জয়ে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান। তবে ব্যাট করতে নেমে সাকিব-মিরাজদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা। দলীয় ৩৭ রানেই ভারতের চার উইকেট তুলে নেয় টাইগার বোলাররা।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে লিটন দাস ৭৩, জাকির হাসান ৫১, নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ অপরাজিত ৩১ রান করেন।

ভারতের অক্ষর প্যাটেল ৩টি, অশ্বিন-সিরাজ ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ ও ভারত ৩১৪ রান করেছিল।

১৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর ব্যক্তিগত ৬ রানে পূজারা সাজঘরে ফিরলে দলীয় ১২ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর ২৯ রানে এবং দলীয় ৩৭ রানে ভারতের চতুর্থ উইকেট তুলে নেয় বাংলদেশ।

ঢাকা টেস্ট তৃতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজ ৩টি এবং সাকিব আল হাসান একটি উইকেট শিকার করেন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জয়ের আশাই করেছেন লিটন দাস। তিনি বলেন, ‘অবশ্যই জেতা সম্ভব। সকাল সকাল যদি এক-দুটি উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। যতই বড় বড় ব্যাটসম্যান থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। (আগামীকাল) এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে। অবশ্যই ওরা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ