বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ছয় লাখ পিস ইয়াবাসহ মো. মাহাত আমিন (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। আটক যুবক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কালুর ছেলে।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।
তিনি বলেন, শনিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান দেশে আসছে-এমন সংবাদের ভিত্তিতে বালুখালী উখিয়ারঘাট এলাকার কাস্টমস স্টেশনে অভিযান চালায় র্যাবের একটি দল। সে সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। সে সময় র্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটিতে ৬ লাখ ইয়াবা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিএনএনিউজ/আরকেসি