20 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৭ মামলার আসামি জলদস্যু ফরিদ গ্রেপ্তার

৭ মামলার আসামি জলদস্যু ফরিদ গ্রেপ্তার

৭ মামলার আসামি জলদস্যু ফরিদ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে সাত মামলার আসামি জলদস্যু লীডার মো. ফরিদ আলম প্রকাশ মিন্টু (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন লাল দিঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফরিদ কক্সবাজারের কুতুবদিয়ার পরান শিকদার পাড়ার আবুল কালামের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ৬ টি এবং নগরীর পাহাড়লী থানায় ১ টি অস্ত্র মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে,  সে অস্ত্র মামলার পলাতক আসামি। সে ২০১৬ থেকে কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা ছিনতাই, জেলে জিম্মি করে মুক্তিপন আদায় করে থাকে।

উল্লেখ্য, সে ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ২০১৮ সালে তারেক আজিজ নামে একজন জলদস্যুকে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ করেছিল। তারেক আজিজ ২০১৮ সালে র‌্যাবের এনকাউন্টারে মারা গেলেও পালিয়ে যেতে সক্ষম হয় ফরিদ আলম প্রকাশ মিন্টু।

তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ