16 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ের আসরে ঘুমিয়ে পড়লেন কনে

বিয়ের আসরে ঘুমিয়ে পড়লেন কনে


বিএনএ ডেস্ক : সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে এমন ঘটনা ঘটেছে।রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন একটু আরাম খুঁজছিলেন তিনি।তাই বিয়ের আসনে বসেই ঝিমাতে দেখা গেল কনেকে।

কনেরই কোনও বন্ধু তার অগোচরে ভিডিও করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লেখা হয়েছে, ‘সকাল সাড়ে ৬টা। এখনও বিয়ের অনুষ্ঠান বাকি। ঘুমিয়েই পড়লেন কনে!’

এই তরুণীর ভিডিও প্রকাশ্যে আসতেই কেউ বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।  কেউ আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে। ’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ