24 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » প্রচারাণা শেষ, কাল চতুর্থ ধাপে ৮৪২ ইউপি নির্বাচন

প্রচারাণা শেষ, কাল চতুর্থ ধাপে ৮৪২ ইউপি নির্বাচন

প্রচারাণা শেষ, কাল চতুর্থ ধাপে ৮৪২ ইউপি নির্বাচন

বিএনএ,ঢাকা : শুক্রবার ( ২৪ ডিসেম্বর) মধ্যরাত থেকে চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হয়েছে। এখন আর কোনো প্রার্থী বা তাঁর সমর্থক নির্বাচনি প্রচার চালাতে পারবেন না। কাল রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে।

এ ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয় হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করবেন। চেয়ারম্যান পদে এ ধাপে ১৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।

চতুর্থ ধাপের ৮৪২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ২৯৫ জন প্রার্থী। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন ও সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরই মধ্যে তিন ধাপের ভোটগ্রহণ শেষ করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি।

শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সব রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। তারা স্থানীয়ভাবে প্রার্থীদের বিষয়টি অবহিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচারকাজ বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ২৬ ডিসেম্বর (রোববার) সকাল ৮টায়। তাই প্রচার বন্ধ শুক্রবার রাত ১২টার মধ্যে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ