বিএনএ,লক্ষীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার(২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় এ ঘটনা ঘটে।মৃতদের মধ্যে রুবেল হোসেনের মরদেহ সদর হাসপাতাল মর্গে ও অপরজন শাকিল আহমেদের মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়েছে। রুবেল স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে আর শাকিল একই বাড়ির ইদ্রিস আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজিজুর রহমান মিয়া সংবাদ মাধ্যমকে জানান, ভবানীগঞ্জের মিয়ারবেড়ীর এলাকায় একটি জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। সে সময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। ওই জাল ছাড়াতে গিয়ে দুই জেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে বিদ্যুত সংযোগ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করে অন্য জেলেরা । বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি