26 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ


বিএনএ বিশ্বডেস্ক : প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদদ নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে , লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিক মিকাতি এ হামলাকে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর আগ্রাসন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ‘রক্তাক্ত বার্তা’ দিয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ