19 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের বায়েজিদে হেলে পড়েছে ৪ তলা ভবন

চট্টগ্রামের বায়েজিদে হেলে পড়েছে ৪ তলা ভবন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদে একটি ৬ তলা ভবন হেলে পড়েছে।তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভবনটি হেলে পড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান,‘খোরশেদ ম্যানসন নামের ভবনটি হেলে পড়ে পাশের ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি। সেখানে ৩টি ইউনিট পাঠানো হয়েছে।’ 

হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। এ কারণে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ