14 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

রাজশাহীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪


বিএনএ, রাজশাহী : রাজশাহীতে  অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। শনিবার(২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশ জানায়, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ তিনজন মারা গেছেন। আহত অন্য দুজনের অবস্থাও সংকটাপন্ন।’

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ