25 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ২০২৩-২৪ সালের মধ্যে ভারতে চালু হবে সিক্স-জি!

২০২৩-২৪ সালের মধ্যে ভারতে চালু হবে সিক্স-জি!


বিএনএ, বিশ্বডেস্ক : আগামী ২০২৩-২৪ সালের মধ্যে ভারতে চালু হতে চলেছে সিক্স-জি ইন্টারনেট। এ বিষয়ে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির উপর কাজ চলছে। এমনটাই জানালেন দেশটির কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মন্ত্রী জানান, প্রয়োজনীয় অনুমতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বিজ্ঞানী এবং প্রকৌশলীরা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

২০২৩ সালের শেষ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে সিক্স জি আসবে এমন আশা তার। তিনি বলেন, নতুন প্রযুক্তিকে কেন্দ্র করেই যাতে টেলিকম নেটওয়ার্কগুলি নতুন করে গড়ে ওঠে, তা নিশ্চিত করতে হবে।

দেশীয় ফাইভ জি-র প্রবর্তনও শীঘ্রই হবে বলে জানালেন অশ্বিনী বৈষ্ণ। আগামী বছরের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যেই এর শেষ পর্যায়ের কাজ সম্পূর্ণ হবে। ২০২২ সালে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেই ফাইভ-জি স্পেকট্রামের নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ