বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে ভাসানচর গেছে আরও ৩৭৯ জন রোহিঙ্গা । বৃহস্পতিবার( ২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে পতেঙ্গাস্থ চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে তারা রওয়ানা দেয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৪ নভেম্বর) ভাসানচরে নেওয়ার জন্য এসব রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাতে চট্টগ্রামের বিএফ শাহিন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে তাদের রাখা হয়। সেখানেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ এবং ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। এছাড়া গত বছরের মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০৬ রোহিঙ্গাকে উদ্ধার করেও সেখানে নিয়ে রাখা হয়।গত ১ ও ২ এপ্রিল ষষ্ঠ দফায় (দুই অংশে) চার হাজার ৩৭২ রোহিঙ্গা ভাসানচরে যায়।
বিএনএ/ ওজি