14 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর শেরে বাংলা নগর এলাকার চন্দ্রিমা উদ্যান ব্রিজের সামনে দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে আব্দুর রহমান (৩৫) নামে এক বাইকার নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত আব্দুর রহমান আদাবর শেখেরটেক এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে বাইকার আব্দুর রহমান মারা যান। বাইক আর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ