21 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে পাচার ৬ নারী দেশে ফিরেছেন 

ভারতে পাচার ৬ নারী দেশে ফিরেছেন 

ভারতে পাচার ৬ নারী দেশে ফিরেছেন 

বিএনএ ডেস্ক: ভারতে পাচার হওয়া ছয় নারী দেশি ফিরেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, ফিরে আসা নারীদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। তাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। বিশেষ ট্রাভেল পারমিট দিয়ে ফেরত পাঠানোর আগে দুই বছর ভারতের কারাগারে ছিলেন তারা।

পাচারের শিকার এক নারী জানান, তাকে পাচার করে ভারতের হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন বাড়িতে কাজ করেছেন তিনি। পরেও পুলিশের হাতে আটক হয়ে দুই বছরের সাজা হয়। সাজার মেয়াদ শেষে সেখানকার কো-ম্যানেজ রেসকিউ ফাউন্ডেশন নামের একটি এনজিও তাদেরকে শেল্টার হোমে রাখে।

বাংলাদেশে মানবপাচার নিয়ে কাজ করা এনজিও জাস্টিস এন্ড কেয়ার-এর কর্মকর্তা রোকেয়া খাতুন বলেন, পাচারের শিকার নারীদের বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে যশোরে তাদের শেল্টার হোমে রাখা হবে। পরে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভারতে দুই বছর কারাভোগের পর বাংলাদেশি ছয় নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেসরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের জিম্মায় দেবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ