চট্টগ্রামের চন্দপুরা নিবাসী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক প্রবীণ সদস্য এডভোকেট মুহাম্মদ ইউনুছের আজ মঙ্গলবার(২৫ অক্টোবর ২০২২) ২য় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে ঐদিন চান্দগাঁও থানাধীন শমসের পাড়াস্থ বুধাগাজী জামে মসজিদে পবিত্র কোরআন খতন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এডভোকেট মুহাম্মদ ইউনুছ ২০২০সালের ২৫ অক্টোবর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এবং পরদিন জানাজা নামাজ শেষে বুধাগাজী জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।
অত্যন্ত সাধাসিধে জীবনযাপনকারী, নির্বিবাদী,পরোপকারী ও সজ্জন মুহাম্মদ ইউনুছ ১৯৪০সালের ১৯জানুয়ারি চান্দগাঁও থানাধীন পশ্চিম শমসের পাড়াস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবার বুধাগাজী বংশের ৫ম বংশধর হিসেবে মরহুম মুহাম্মদ আবুল কাশেম ও মরহুমা রাবেয়া খাতুনের সংসারে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও কাজ করেন।
মরহুমের পরিবারের সদস্যদের পক্ষে তার বড় পুত্র বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জেলা জজ আদালত, চট্টগ্রাম এর এডভোকেট ফয়সল মোহাম্মদ মোসাদ্দেক উনার আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
বিএনএ,জিএন