18 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩

বিএনএ, ঢাকা : রাজধানীর দক্ষিণখান কসাইবাজার এলাকায় একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন—গৃহিণী মারিয়া আক্তার (২০), তার আত্মীয় নবীন হোসেন (৩০) এবং দোকান কর্মচারী মামুনুর রশিদ (৩৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আশিক মাহমুদ জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী মারিয়া এবং খালাতো ভাই নবীন। তারা থাকেন কসাইবাজার ক্যাবের কলোনিতে। বিকেলে মারিয়া ও নবীন কসাইবাজার রেলগেট সংলগ্ন একটি খাবারের হোটেলে গিয়েছিল আলুর চপ, বেগুনি কিনতে। ওই সময় সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

দগ্ধ মামুনুর রশিদের বড় ভাই মো. হানিফ জানান, ওই এলাকাতেই একটি হোটেলে চাকরি করে মামুন। বিকেলে নাস্তা করতে ছিল। পরে তার দগ্ধ হওয়ার খবর শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জপরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মারিয়ার শরীরের ২৫ শতাংশ,  নবীনের ৩৫ শতাংশ ও মামুনের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত পুকুর ভরাটের প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে হত্যার আসামীর হামলা ও হত্যার হুমকি রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড: দুই শতাধিক বিডিআর সদস্যের জামিন সাইফ আলী খানের ওপর হামলাকারী পাঁচদিনের রিমান্ডে