25 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ১৯ মাস পর শ্রেণি কক্ষে ফিরল ইবি শিক্ষার্থীরা

১৯ মাস পর শ্রেণি কক্ষে ফিরল ইবি শিক্ষার্থীরা

১৯ মাস পর শ্রেণি কক্ষে ফিরল ইবি শিক্ষার্থীরা

বিএনএ, ইবি : বৈশ্বিক মহামারি করোনায় দীর্ঘ ১৯ মাস ক্যাম্পাস বন্ধ থাকার পর সশরীরে শ্রেণি কক্ষে ফিরে উচ্ছ্বসিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের সবুজ প্রাঙ্গণ।

কেককাটাসহ নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সমূহ। বিভাগ গুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ছিলো হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের সু-ব্যবস্থা।

প্রথম দিনেই ক্লাস শেষে শিক্ষার্থীরা ডায়না চত্বর, আম বাগান, ঝাল চত্বর, শহীদ মিনার, বট চত্বর, টিএসসিসি, স্মৃতিসৌধ, মুক্ত বাংলা ও মফিজ লেকের ধারে মেতে উঠে তাদের সেই চিরচেনা পরিচিত আড্ডায়। দীর্ঘদিন ক্যাম্পাসে সহপাঠীদের সাথে সশরীরে ক্লাস করতে পেরে আনন্দ উচ্ছসিত শিক্ষার্থীরা। ফুলের মালা গলায় পরে আনন্দ মিছিলও করতে দেখা গেছে ক্যাম্পাসে।

ডায়না চত্বরে আড্ডার ফাঁকে এক শিক্ষার্থী বলেন, দীর্ঘ দিন পর নিজের ক্যাম্পাসে ফিরতে পারার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আবারও ক্লাসরুমে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থীর মাঝে পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়টি পুনরায় অনুভব করতে পারছি। যেটা আসলে অনলাইন ক্লাসরুমে অসম্ভব। তাছাড়া বন্ধুদের সাথে দীর্ঘ সময় পর দেখা হওয়ায় আবার যেন সেই পুরনো দিন ফিরে পেয়েছি বলে মনে হচ্ছে।

দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের অনূভুতি ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থী ছাড়া শিক্ষক বড়ই বেমানান। অনলাইনে মন ভরে না। দীর্ঘদিন পর আজ তাদের পেয়ে ভীষণ তৃপ্ত মনে হয়েছে; যেমনটি বাইরে থাকা সন্তান বাসায় ফিরলে বাবা মায়ের আনন্দ হয়।’

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ