14 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়

ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়

ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়

বিএনএ ক্রীড়া ডেস্ক: টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান। রোববার (২৪ অক্টোবর) দুবাইয়ে টি- টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় বাবর আজমরা।

সেইসঙ্গে পাকিস্তানকে ক্রিকেটের থেকেও কেনো বেশি আনপ্রেডিক্টেবল বলা হয়ে থাকে তার প্রমাণ হাড়ে হাড়ে টের পেলো টিম ইন্ডিয়া। যেখানে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১২ ম্যাচের একটিতেও জয় পায়নি পাকিস্তান। সেখানে বিশ্বকাপের যে কোনও ভার্সনে ১৩তম ম্যাচে এসে ভারতকে হারিয়ে অধরা জয় তুলে নিলো পাকিস্তান। এ ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর আজম। তাকে যোগ্য সহায়তা করেন মোহাম্মদ রিজওয়ান। বল হাতে ভারতের ৩ উইকেট তুলে নেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান শাহিন শাহ আফ্রিদি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে ভারত। ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা মোটেও ভাল ছিলো না। ৩১ রানে ৩ উইকেট হারায় দলটি। বিরাট কোহলি ও রিশাব পান্তের দৃঢ়তায় লড়াকু সংগ্রহের পথে এগুতে থাকে ভারত। পান্ত ৩৯ রানে আউট হলেও হাফ সেঞ্চুরি পান অধিনায়ক বিরাট কোহলি। তিনি আউট হন ৫৭ রানে। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৩টি, হাসান আলী ২টি, শাদাব খান ও হারিস রউফ একটি করে উইকেট নেন।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়

জবাব দিতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এদিন বাবর-রিজওয়ানদের সামনে ভারতের বিশ্বসেরা বোলিং লাইন-আপকে দিশেহারা হতে হয়েছে। সমান তালে রান তুলেছেন দুইজন। বাবর আজম ৫২ বলে ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে থেকে যান অপরাজিত।

চারটি করে ওভার করে মোহাম্মদ শামী ৪২, ভরুন চক্রবর্তী ৩৩ ও রবীন্দ্র জাদেজা ২৮ রান দেন। এছাড়া ৩ ওভার করে  ২২ রান দেন জসপ্রিত ভুমরাহ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ